ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝালকাঠির ৪ উপ‌জেলায় নৌকার প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
ঝালকাঠির ৪ উপ‌জেলায় নৌকার প্রার্থী জয়ী ঝালকাঠির ৪ উপ‌জেলায় নৌকার জয়

ঝালকাঠি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঝালকাঠির ৪ উপজেলায় নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন।

এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান (নৌকা) ৫৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম (আনারস) পেয়েছেন সাত হাজার ৪৩৩ ভোট।

কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমাদুল হক মনির (নৌকা) ২৮ হাজার ৯৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার (কাপপ্রিজ) পেয়েছেন তিন হাজার ৯৭৯ ভোট।

রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরউজ্জামান (নৌকা) ২৪ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিলন মাহামুদ বাচ্চু (আনারস) পেয়েছেন ১৫ হাজার ৮৯২ ভোট।
নলছিটি উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান (নৌকা)।

বাংলা‌দেশ সময়: ০১০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।