ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গজারিয়ায় ভাইস চেয়ারম্যান-নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
গজারিয়ায় ভাইস চেয়ারম্যান-নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মুন্সিগঞ্জ: ব্যালট ছিনতাইয়ের অভিযোগে গজারিয়ায় স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে বুধবার (১৭ এপ্রিল) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এতে ভাইস চেয়ারম্যান পদে আতাউর রহমান নেকী চশমা মার্কা নিয়ে ১৯ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিফ চৌধুরী উড়োজাহাজ মার্কা নিয়ে ১৪ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

 

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাদিজা আক্তার আঁখি ফুটবল প্রতীকে ২০ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরাইয়া বেগম পদ্মফুল প্রতীকে ১৫ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন।

গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান সাদী এ খবর নিশ্চিত করেন।  

জানা গেছে, গত ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় (২নং), ১৯ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২ নং বৈদ্যের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার হাসান সাদী জানান, কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা যথাক্রমে ২ হাজার ৫৩৮, ২ হাজার ৩৫, ৩ হাজার ৬৬১ জন।

তবে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত এই তিনটি কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি হওয়ায় এ পদে ভোট হয়নি।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।