ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পবায় বড় ব্যবধানে নৌকার মুনসুর চেয়ারম্যান নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
পবায় বড় ব্যবধানে নৌকার মুনসুর চেয়ারম্যান নির্বাচিত মনসুর রহমান

রাজশাহী: পঞ্চম ধাপে অনুষ্ঠিত রাজশাহীর পবা উপজেলা পরিষদ ভোটে নৌকার প্রার্থী মনসুর রহমান চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ নেওয়াজ মঙ্গলবার (১৮ জুন) রাতে নিজ কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী মনসুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৫১৯ ভোট।

তার নিকটতম প্রার্থী ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী অধ্যাপক এসএম আশরাফুল হক তোতা পেয়েছেন ৬ হাজার ৬১১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন সুমন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪২ ভোট।

এর আগে মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর পবা উপজেলার মোট ৭৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১৩৭ জন। এখানে ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।