মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলা সহকারী রির্টানিং অফিসার শাহ আবুল কালাম আজাদ এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে, ১৬ হাজার ৮৮২ ভোট পেয়ে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম।
নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন (আনারস), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আহম্মদ আলী শাহ (ঘোড়া)।
ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল আলিম সরদার (টিউবওয়েল), আকতার হোসেন (বৈদ্যুতিক বাল্ব), গোলাম মোস্তফা (তালা), সেলিম রেজা (চশমা) ও মোকতার হোসেন (উড়োজাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মহুয়া পারভিন লিপি (ফুটবল), শিরিনা আকতার (সেলাই মেশিন), আসমা বিবি (হাঁস) ও ফরিদা বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বাংলানিউজকে জানান, নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৩টি ভোট কেন্দ্রে এক লাখ ৩ হাজার ৪৭৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৫১ হাজার ৮৫৩ জন ও নারী ৫১ হাজার ৬২১ জন।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসআরএস