ইভিএম বিষয়ে ভোটারদের ব্যাপক ধারণা দিতে শনিবার (২২ জুন) প্রতিটি কেন্দ্রে রিহার্সেল ভোট অনুষ্ঠিত হবে। রিহার্সেল ভোটে অংশ নিতে নির্বাচন অফিস থেকে প্রতিটি এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে শুক্রবার (২১ জুন) দুপুরে সিনিয়র জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মাহবুব আলম শাহ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় রিহার্সেল ভোটের কথা জানান।
তিনি বলেন, ইভিএম সর্ম্পকে ধারণা দিতে ১৭ ও ১৮ জুন প্রতিটি কেন্দ্রে ভোটারদের আহ্বান করা হয়েছিলো। সে অনুযায়ী শনিবার আবারো ইভিএমের চূড়ান্ত রিহার্সেল দেওয়া হবে। এজন্য সব ভোটারদের স্ব স্ব কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিহার্সেল ভোট হবে।
ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ৩ জন করে ইভিএম টেকনিশিয়ান থাকবেন। এর মধ্যে ২ জন সেনাবাহিনীর, অপরজন নির্বাচন কমিশনের। এছাড়াও ২৬টি ভ্রাম্যমাণ বিশেষ ইভিএম বিশেষজ্ঞ টিম থাকবে। প্রতিটি কেন্দ্রের প্রতিটি বুথে একটি করে ইভিএম মেশিন দিয়ে ভোট নেওয়া হবে।
পাশাপাশি অতিরিক্ত আরও একটি করে ইভিএম রাখা হবে। অর্থাৎ ১৪১টি কেন্দ্রের যে ৯৬৫টি বুথ করা হচ্ছে, তার প্রতিটি বুথে ২টি করে ইভিএম থাকছে। কোনো কারণে একটি অকেজো হলে অপরটি দিয়ে ভোটগ্রহণ অব্যাহত থাকবে।
এছাড়া চিহ্নিত অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলেও রির্টানিং কর্মকর্তা মাহবুব আলম শাহ সাংবাদিকদের জানান।
এসময় সহকারী রির্টানিং কর্মকর্তা এএসএম জাকির হোসেন, সেনাবাহিনীর ইভিএম বিশেষজ্ঞ মেজর মো. মাজহারুল ইসলাম, নির্বাচন কমিশনের প্রতিনিধি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার কাজী আরিফ ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকতা আনিছুর রহমান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এমবিএইচ/জেডএস