আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার কাজ শেষ করতে হয়। স্থানীয় এসব নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৫ জুলাই সকাল ৯টায়।
নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় এরইমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, ২৫ জুলাই ভোটগ্রহণের জন্য জেলা পরিষদের ২২টি ও ইউনিয়ন পরিষদের ২৭৪ পদে উপ-নির্বাচন এবং ৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তফসিল দেয় নির্বাচন কমিশন। এতে প্রায় ১৫’শ প্রার্থী বৈধতা পান। যাদের মধ্যে অন্তত ৬৪ জন প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাই ২৫ জুলাই বিভিন্ন স্থানীয় সরকারে ৩ শতাধিক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ছয় জন ও সংরক্ষিত মহিলা আসনে সাত জন রয়েছেন। আর জেলা পরিষদের বিভিন্ন পদের উপ-নির্বাচনে ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ইইউডি/জেডএস