বৃহস্পতিববার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ইউনিয়নগুলো হলো- লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগরের চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউনিয়ন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের চারটি ইউনিয়নে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এরমধ্যে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী না থাকায় রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নাছির খান বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পথে। তবে সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগরের চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে দু’জন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং দু’জনের মৃত্যুর কারণে ওই চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআর/আরবি