নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বাংলানিউজকে বলেন, সোমবার রংপুর-৩ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
৫ অক্টোবরের এ উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদকে (সাদ) বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপ-নির্বাচনেও এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করে ইসি। ভোট পড়েছে ২১ দশমিক ৩১ শতাংশ। যদিও ভোটের হার এর চেয়েও কম হবে দাবি করে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বিএনপি প্রার্থী রিটা রহমান।
একাদশ সংসদ নির্বাচনে রিটা রহমান হুসেইন মুহম্মদ এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট। আর ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ইইউডি/জেডএস