জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে গঠিত আট সদস্যের এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার-ভিডিপি, কোস্টগার্ড ও আমর্ড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
উপজেলা:
চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হবে। আর শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হবে ব্যালট পেপারে।
পৌরসভা:
নবীনগর ও লালমোহন পৌরসভায় ইভিএমে ভোট নেবে ইসি।
ইউপি:
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এ দিন অনুষ্ঠিত হবে।
এছাড়া ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে এ দিন উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।
ভোট পর্যবেক্ষণে গঠিত সেলের পাঁচটি কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছে ইসি। এগুলো হলো- ভোটের সার্বিক পরিস্থিতি কমিশনকে অবহিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান জ্ঞাতকরণ, সংস্থার নিজস্ব যোগাযোগ মাধ্যমে কমিশনের নির্দেশনা পাঠানো এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সে মধ্যে সমন্বয় সাধনের জন্য রিটার্নিং কর্মকর্তাকে সহায়তা দেওয়া।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ ইতোমধ্যে মহা পুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবসহ অন্যান্য সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইইউডি/টিএ