নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এসব নির্বাচনের তফসিল থেকে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর (মঙ্গলবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ ৬ থেকে ৮ ডিসেম্বর।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) বা সম পদমর্যাদার কর্মকর্তারা নিয়োজিত থাকবেন।
এক অফিস আদেশে ইসি জেলা, উপজেলা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সরকারি ছুটির দিনও খোলা রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের।
ইউপিগুলোর তালিকা দেখাতে ক্লিক করুন-
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ইইউডি/আরআইএস/