ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল কর্তৃপক্ষের কাছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন প্রার্থী কিংবা সংক্ষুব্ধ ব্যক্তিরা।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোননয়নপত্র দাখিলের শেষ সময় ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
দুপচাচিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে বগুড়ার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এবং হাইমচর উপজেলার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।
এই দুই নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
ইইউডি/জেডএস