ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
‘দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি’

ঢাকা: দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক আলোচিত কাউন্সিলর রজ্জব হোসেন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কার্যালয় মনোনয়ন প্রত্যাহার করতে এসে বাংলানিউজকে তিনি এ কথা জানান।

রূপনগর থানা আওয়ামী লীগের সভাপতি রজ্জব হোসেন বলেন, স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও বিপুল ভোটে বিজয়ী হতাম।

কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

‘মনোনয়ন প্রত্যাহার করেছি এবং দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে নির্বাচন করে দলকে বিজয়ী করবো। ’

সাবেক কাউন্সিলর রজ্জব বলেন, ৬ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন করেছি। এখানে প্রার্থী আওয়ামী লীগ থেকে যেই হবেন, তিনি বিপুল ভোটে পাস করবেন।

এদিকে ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন, আওয়ামী লীগ সমর্থিত সাত্তার হোসেন ও শওকত আলী খোকন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।