ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দক্ষিণে সাত দিনে আচরণবিধি লঙ্ঘনের ৩৩ অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
দক্ষিণে সাত দিনে আচরণবিধি লঙ্ঘনের ৩৩ অভিযোগ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ৩৩টি অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগ কার্যালয়ে বাংলানিউজকে তিনি এ কথা জানান।

আব্দুল বাতেন বলেন, নির্বাচনী প্রচারণার সাত দিনে যা হয়েছে তা আশাব্যঞ্জক নয়।

২৮ জানুয়ারি পর্যন্ত চলবে প্রচারণা। বাকি দিনগুলোতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমাদের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, সে যেই হোক, আওয়ামী লীগ বা বিএনপি বড় কথা নয়, যে আচরণবিধি লঙ্ঘন করবে আমরা তার বিরুদ্ধেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।