ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বৃহস্পতিবার ভোটারদের ইভিএম ব্যবহার শেখাবে ইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বৃহস্পতিবার ভোটারদের ইভিএম ব্যবহার শেখাবে ইসি

ঢাকা: আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ জন্য ঢাকার ভোটারদের বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মেশিনটির ব্যবহার শেখাবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হবে।

মক ভোটিং হবে এ দিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটিতে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের সাত হাজার ৮৫০টি বুথে ৩০ লাখ নয় হাজার ভোটার এবং ঢাকা দক্ষিণ সিটিতে এক হাজার ১৫০ ভোটকেন্দ্রের ছয় হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।

মক ভোটিং কার্যক্রম দেখতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে যাবেন বলে তার ব্যক্তিগত সহকারী একেএম মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ইইউডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।