ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ক্ষেতলালে কাউন্সিলর পদে সামছুল আলম জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
ক্ষেতলালে কাউন্সিলর পদে সামছুল আলম জয়ী সামছুল আলম মৃধা

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল আলম মৃধা (পানির বোতল প্রতীক) জয়ী হয়েছেন।  

সামছুল আলম ৯২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (উট পাখি প্রতীক) সাকোয়াত হোসেন পেয়েছেন ৫৮৮ ভোট ও তৈয়বুর রহমান (পাঞ্জাবি প্রতীক) পেয়েছেন ১২৮ ভোট।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।  

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্ষেতলাল উপজেলার বটতলী তিলাবদুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

চলতি বছরের ২৩ আগস্ট ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজেমদ্দিন সরদারের মৃত্যুর পর ০৩ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।  

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মমর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আনিছার রহমান বাংলানিউজকে জানান, ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৩২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৭৫ জন ও নারী ভোটার ৯৫৭ জন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ