ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সৈয়দপুর পৌরসভার সব পদে নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
সৈয়দপুর পৌরসভার সব পদে নির্বাচন স্থগিত সৈয়দপুর পৌরসভা

নীলফামারী: আগামী শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে।  

বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন সরকার মারা যাওয়ায় মেয়রসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন স্থগিতের এ আদেশ ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন সরকার।  

তিনি অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য, তিনবার সৈয়দপুর পৌরসবার মেয়র ও একবার উপজেলা পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ভোটগ্রহণের দু’দিন আগে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নির্বাচনী এলাকায়।

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ১৫ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ৮৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

** সাবেক এমপি আমজাদ হোসেন আর নেই

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।