ঢাকা, বুধবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে ২০২৪, ২০ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

পৌরসভা নির্বাচন: গাংনীতে বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
পৌরসভা নির্বাচন: গাংনীতে বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন বিএনপির দলীয় মেয়র প্রার্থী আসাদুজ্জামান বাবলু

মেহেরপুর: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিজের প্রতীক দেখতে না পাওয়া, ভোটারদের ভোট দিতে না দেওয়া, ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ হুমকি-ধামকির অভিযোগ এনে গাংনী পৌরসভার বিএনপির দলীয় মেয়র প্রার্থী আসাদুজ্জামান বাবলু ভোট বর্জন করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মৌখিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

আসাদুজ্জামান বাবলুর অভিযোগ করে বাংলানিউজকে বলেন, ভোট কেন্দ্রের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এছাড়া সরকার দলীয় মেয়র প্রার্থীর লোকজন ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছেন। ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারি প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে বারবার বলার পরেও কোনো কাজ হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।