ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য ২৪ ঘণ্টা সময় দিলেন বিএনপির মেয়র প্রার্থী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য ২৪ ঘণ্টা সময় দিলেন বিএনপির মেয়র প্রার্থী সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে নির্বাচনী পরিবেশ ২৪ ঘণ্টার ভেতর ফিরিয়ে আনা এবং বিএনপির নেতাদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন পৌরনির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ জেলার সিনিয়র নেতাদের উপস্থিত ছিলেন।

বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে আমাদের জনসংযোগ চলাকালীন চিহ্নিত সন্ত্রাসী শিমুল, রনি, মাহবুব ও আমিনের নেতৃত্বে তিনটি মোটরসাইকেল চালিয়ে ঢোকার চেষ্টা করেন।  পরবর্তীতে জেলা বিএনপির সিনিয়র নেতাদের শাহ মোস্তফা রোডস্থ ইসমাইল রেস্টুরেন্টে চা চক্র চলাকালীন সময় পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।