ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আ.লীগের এমপির কেন্দ্রে নৌকা ১৬ ভোট! ধানের শীষ ৯৮১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০২১
আ.লীগের এমপির কেন্দ্রে নৌকা ১৬ ভোট! ধানের শীষ ৯৮১ ...

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের নিজ কেন্দ্রে নৌকা পেয়েছে ১৬ ভোট। আর ধানের শীষ পেয়েছে ৯৮১ ভোট।

রোববার (০১ মার্চ) অনুষ্ঠিত উপ-নির্বাচনের এমন ভোট পড়েছে।  

উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ৭৯ নম্বর কেন্দ্র বনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১ হাজার ৩১৯ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ০৭ জন। এর মধ্যে ৬টি ভোট বাতিল করা হয়েছে।  

আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১৬ ভোট। আর বিএনপির প্রার্থী এ এফ এম তারেক ধানের শীর্ষ নিয়ে পেয়েছেন ৯৮১ ভোট। আবদুল হক খোকন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ০২ ভোট। আবদুল আউয়াল সরকার লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ২ ভোট।  

জানা গেছে, কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুলের বাড়ি গুনাইঘর উত্তর ইউনিয়নের বনকোট গ্রামে। এই গ্রামেই নৌকার প্রার্থী পেয়েছেন মাত্র ১৬ ভোট, যে মোট ১১৪টি কেন্দ্রের সবচেয়ে নিম্ন ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজী মোহাম্মদ ফখরুল নৌকা নিয়ে জয়ী হয়েছেন। এর আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন।  

স্থানীয়রা জানায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের আওয়ামী লীগের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের চাচা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর ছোট ভাই এ এফ এম তারেক এবার ধানের শীষ নিয়ে ভোট করেন।  

২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে এ এফ এম তারেক দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।