ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২, ২০২১
খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন

খুলনা: ‌‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বয়রায় অবস্থিত খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন।

সিটি মেয়র বলেন, ১৮ বছর বয়স হলে নিজ দায়িত্বে ভোটার হওয়া উচিত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গর্বের বিষয়। দেশের সচেতন নাগরিক হিসেবে সব ভোটারকে তাদের গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে নির্বাচনে ভোট দিতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানে উৎসাহিত করা প্রয়োজন। এখন দেশে নির্ভুল ভোটার তালিকা রয়েছে। বর্তমানে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানের কোনো প্রতিবন্ধকতা নেই।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সুবাস চন্দ্র সাহা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী।

অনুষ্ঠানে স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম। এসময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলাম সোহাগ, আজম খান কর্মাস কলেজের সহযোগী অধ্যাপক এসএম কবীর আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে কয়েকজন নতুন ভোটারের হাতে স্মার্ট এনআইডি তুলে দেন সিটি মেয়র। এর আগে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।