ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রথম ধাপের ইউপি ভোটের গেজেট প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
প্রথম ধাপের ইউপি ভোটের গেজেট প্রকাশ

ঢাকা: সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরে পৃথকভাবে ইউপিগুলোর গেজেট প্রকাশ করা হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ইউপি নির্বাচনের গেজেট রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরেই প্রকাশ হয়। এবারও তাই হয়েছে। ইতোমধ্যে এলাকা ভেদে ভিন্ন ভিন্ন তারিখে এসব গেজেট প্রকাশ করা হয়েছে।

বিজি প্রেসের ওয়েবসাইটে (https://www.dpp.gov.bd/bgpress/index.php/home) গেজেটগুলো পাওয়া যাচ্ছে। বিজয়ী প্রার্থীরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

গত ২১ জুন দেশের ২০৪টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৪৮টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থিরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। এদের মধ্যে আবার আওয়ামী লীগের ২৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থাৎ দলটি ৭২ দশমিক ৫৫ শতাংশ ইউপিতে জয় পেয়েছে।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন ৪৯ জন, যা মোট ইউপির ২৪ দশমিক শূন্য ১ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পেয়েছে ১ ইউপিতে, যা মোট ইউপির দশমিক ৪৯ শতাংশ। জাতীয় পার্টি-জেপি ও জাতীয় পার্টি-জাপা পেয়েছে ৩টি করে আসন, যা মোট ইউপির ২ দশমিক ৪৯ শতাংশ।

সংশ্লিষ্ট নিউজ:
প্রথম ধাপে ৭৩ শতাংশ ইউপিতে আওয়ামী লীগের জয়

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।