ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপির পরবর্তী ধাপের ভোট নিয়ে সিদ্ধান্ত সেপ্টেম্বরের শেষে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
ইউপির পরবর্তী ধাপের ভোট নিয়ে সিদ্ধান্ত সেপ্টেম্বরের শেষে

ঢাকা: সেপ্টেম্বরের শেষের দিকে ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্যান্য ধাপের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।  

৮৫তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এ তথ্য জানান।

 

এর আগে তিনি প্রথম ধাপের ঝুলে থাকা ১৬১টি ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটের তারিখ ঘোষণা করেন।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে আরেকটি কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে অবশিষ্ট ইউপি নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলোর মধ্যে প্রথম ধাপে ২০৪টি ইউপিতে ইতোমধ্যে ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। আরো চার হাজারের মতো ইউপিতে ভোটগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কয়েক ধাপেই শেষ করা হবে স্থানীয় সরকারের এ নির্বাচন।  

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এ বছর ডিসেম্বরের মধ্যে দেশের চার হাজার ইউপি নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কয়টি ধাপে নির্বাচন শেষ হবে- এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।  

আগামী ২০ সেপ্টেম্বর নয়টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কুমিল্লা-৭ আসনের ভোটগ্রহণ করা হবে আগামী ৭ অক্টোবর। এদিন বেশ কিছু স্থানীয় সরকারের বিভিন্ন পদের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।