ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্রীমঙ্গল পরিষদ চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীর সংখ্যা ১০

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
শ্রীমঙ্গল পরিষদ চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীর সংখ্যা ১০ শ্রীমঙ্গল পরিষদের চেয়ারম্যান পদের আগ্রহী প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীর সংখ্যা ১০। প্রত্যেকেই প্রত্যেকের অবস্থানে অনড় এবং দলের মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভের জন্য আশাবাদী।



এদিকে আওয়ামী লীগের এত প্রার্থীকে একসঙ্গে দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়টিকে ঘিরে শহরের নানা মহলে চলছে আলোচনা এবং জল্পনা-কল্পনা।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন ৭ অক্টোবর। আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রত্যেকেই।

এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. আছকির মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবু শহীদ মো. আবদুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আফজল হক, দপ্তর সম্পাদক তফাজ্জল হোসেন ফয়েজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।

এর আগে গত বৃহস্পতিবার এ উপজেলায় উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কার্যালয় সূত্র আরো জানায়, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৪ সেপ্টেম্বর। আপিল করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তির তারিখ ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।