ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ওমরা করবেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
ওমরা করবেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন

ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী স্ত্রী-ছেলেকে নিয়ে ওমরা করতে সৌদি আরব যাচ্ছেন। সেখানে তিনি ১০দিন থাকবেন।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের ৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ওমরা পালন করতে আাগামী ৭ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব সফর করবেন। তিনি ৭ ডিসেম্বরের দিকে যাত্রা করবেন এবং ১৭ ডিসেম্বরের দিকে ফিরবেন। নির্বাচন কমিশনারের সঙ্গে তার স্ত্রী সারওয়াত চৌধুরী ও ছেলে শাফায়েত হোসেন চৌধুরীও যাবেন।

এটি একটি ব্যক্তিগত সফর। এ সফরের সব ব্যয় তিনি নিজেই বহন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ আদেশ জারি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১

ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।