ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাড়াশ পৌরসভার নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
তাড়াশ পৌরসভার নির্বাচন স্থগিত

ঢাকা: সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ নভেম্বর এই পৌরসভায় ভোটগ্রহণের কথা ছিল।



ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান রিটার্নিং কর্মকর্তার কাছে মঙ্গলবার (১৯ অক্টোবর) নির্বাচন স্থগিতের চিঠি পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণের জন্য নির্ধারিত সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা সাধারণ নির্বাচন চূড়ান্ত সীমানা নির্ধারণসহ ভোটার তালিকা পুনর্বিন্যাস জনিত জটিলতার কারণে ওই পৌরসভার মেয়র পদসহ সব পদের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।  এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে ইসি।  

২৮ নভেম্বর ১০টি পৌরসভায় ভোটগ্রহণের জন্য গত ১৪ অক্টোবর তফসিল ঘোষণা করেছিল ইসি। একটি ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ওইদিন ভোটগ্রহণ হবে লক্ষ্মীপুর সদর, পাবনার বেড়া, নোয়াখালীর সেনবাগ, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, গাজীপুরের কালিয়াকৈর ও নালীফামারীর জেলার নীলফামারী পৌরসভায়।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।