ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাসদ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জাসদ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে।  

সোমবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের চর নওদাপাড়ায় এ হামলার হয়।

জাসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ অভিযোগ করেন, রাত ৮টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে চর নওদাপাড়া এলাকায় আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসেনের সমর্থকরা তাদের মোটরসাইকেল বহরে হামলা চালায়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সেখানে বেশ কয়েকজন আহত হন।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আকরাম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর আমার সমর্থকরা তাদের ওপরে কোনো হামলা চালায়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।