ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

চেয়ারম্যানের ব্যালট পেপার না পাওয়ার অভিযোগ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
চেয়ারম্যানের ব্যালট পেপার না পাওয়ার অভিযোগ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে চেয়ারম্যানের ব্যালট পেপার না পাওয়ার অভিযোগ উঠেছে।  

মেম্বারদের ব্যালট পেপারে ভোট দিতে পারলেও চেয়ারম্যানের ব্যালট না থাকায় ভোট দিতে পারছেন না ভোটারা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর চন্দ্রবান একাডেমির পুরুষ ভোট কেন্দ্রে এ অভিযোগ ওঠে।

চন্দ্রবান কেন্দ্রে ভোট দেওয়া শেষে বের হয়ে আক্কেল মোল্লা নামে এক ভোটার এ অভিযোগ করেন। তিনি বলেন, মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারের ভোটের ব্যালট পেপার পাইছি৷ কিন্তু চেয়ারম্যানের ব্যালট পাইনি৷ জিজ্ঞেসা করলাম, কইলো, ভোট দিতে হবে না আর৷

বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি কোনো সমাধান না দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন।

তমে মিয়া নামে আরেক ভোটার ভোট দেওয়ার পর বাংলানিউজকে বলেন, আমি তো দুইটা ভোট দিলাম। আমি জানি তিনটা সিল মারতে হয়। দুই মেম্বারেরটা দিলাম, কিন্তু চেয়ারম্যানেরটা পাইলাম না।

এ বিষয়ে ফোর্ডনগর নগর চন্দ্রবান একাডেমি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মইদুল ইসলাম বাংলানিউজকে, বিষয়টি ভুয়া। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।