ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘এবার জিলাপিতেই ভোট হচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
‘এবার জিলাপিতেই ভোট হচ্ছে’

মেহেরপুর: প্রতিটি ভোটারকেই ভোটদান শেষে ২৫০ গ্রাম করে জিলাপি উপহার দিলেন প্রার্থীরা।

তেঁতুলবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকল নারী-পুরুষ ভোটারের হাতেই জিলাপির প্যাকেট দেখা গেছে।

হিন্দা গ্রামের আশিতপর বৃদ্ধ ভোটার আবু বক্কর, নারী রমেছা খাতুন ও রাহেলা বিবি জানান, আমাদের মেম্বর প্রার্থীরা ভোট শেষে জিলাপির প্যাকেট ধরিয়ে দিলেন।

স্থানীয় যুবক হামিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘এবার জিলাপিতেই ভোট হচ্ছে। ’ 

তেঁতুলবাড়িয়া ইউনিয়নের এক নম্বর হিন্দা ওয়ার্ডে চার জন মেম্বর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, সাইদুর রহমান (ভ্যানগাড়ি প্রতীক), সিদ্দিকুর রহমান (টিউবওয়েল প্রতীক), নাজমুল হক খোকন (ফুটবল প্রতীক) ও আমানুল্লাহ আমান (মোরগ প্রতীক)।

স্থানীয়রা জানান, প্রতিটি প্রার্থীই তাদের ভোটারদের জন্য ময়রা রেখে ভোট কেন্দ্রের বাইরে জিলাপি ভাজছেন। ভোটাররা ভোট কেন্দ্র থেকে বের হয়েই জিলাপির প্যাকেট নিয়ে মিষ্টি মুখ করে বাড়ি ফিরছেন।

আমানুল্লাহ ও সাইদুর রহমান বাংলানিউজকে জানান, ‘ভোটারদের মন জয় করতেই জিলাপির প্যাকেট তুলে দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।