ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মুজিবনগরের ৪ ইউনিয়নেই আ'লীগ প্রার্থীদের পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
মুজিবনগরের ৪ ইউনিয়নেই আ'লীগ প্রার্থীদের পরাজয়

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৪টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বড় ব্যবধানে ধরাশয়ী করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। উপজেলার সবক'টি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থীরা হারিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের।

দারিয়াপুর ইউনিয়নে এএসএম মাহবুব আলম স্ততন্ত্র প্রার্থী ঘোড়া মার্কায় ৩ হাজার ৯৪৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোহাম্মদ মোস্তাকিম নৌকা মার্কায় পেয়েছেন ২ হাজার ১৫৩ ভোট। এছাড়া আবুল কাশেম মোটরসাইকেল মার্কায় ১ হাজার ৭৯০ ভোট, মোহা. তৌফিকুল বারী অটোরিকসা মার্কায় ১ হাজার ৪৯৬ ভোট, মো. মুঞ্জুরুল হক চশমা মার্কায় পেয়েছেন ১ হাজার ৯০০ ভোট ও মোয়াজ্জেম হোসেন আনারস মার্কায় পেয়েছেন ১ হাজার ২০৪ ভোট।

মহাজনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু (স্ততন্ত্র) আনারস প্রতীকে ৬ হাজার ১৩৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রেজাউর রহমান নান্নু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪১ ভোট। এছাড়া মো. তোফাজ্জেল হোসেন (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৬৬ ভোট ও মিসকিন মহাম্মদ (স্বতন্ত্র) ঘোড়া মার্কায় পেয়েছেন ৬৩১ ভোট।

মোনাখালি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান (স্বতন্ত্র) ঘোড়া মার্কা প্রতীকে ৬ হাজার ২৩৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের রফিকুল ইসলাম গাইন (নৌকা) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৯২ ভোট। এছাড়া শফিকুল ইসলাম (স্বতন্ত্র) আনারস মার্কায় ভোট পেয়েছেন ১ হাজার ৪৬১ ও মাহবুবুর রহমান (স্বতন্ত্র)মটরসাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৩৫ ভোট।

বাগোয়ান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আয়ূব হোসেন (স্বতন্ত্র) আনারস প্রতীকে ১২ হাজার ৭৩৪ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. কুতুব উদ্দীন নৌকা মার্কায় পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।