ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি লঙ্ঘন, আ.লীগের প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আচরণবিধি লঙ্ঘন, আ.লীগের প্রার্থীকে জরিমানা চেয়ারম্যান প্রার্থী আলী আহমদ মুসা

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত ছয় নম্বর কুর্শি ইউনিয়নের আলী আহমদ মুসাকে এ জরিমানা করেন।

আলী আহমদ মুসা ওই ইউপির বর্তমান চেয়ারম্যান। আগামী ২৮ নভেম্বর সেখানে নির্বাচন অনিুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধিমালার ১১ নম্বর বিধি লঙ্ঘন করে মুসার নৌকা প্রতীকের সমর্থনে মিছিল-শোডাউন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য নিয়োগ প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

এ সময় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল  সেখানে উপস্থিত ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।