ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছে মির্জানগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছে মির্জানগরবাসী

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ইভিএমের মাধ্যমে ভোট প্রদান একটি শতভাগ নির্ভুল পদ্ধতি।

এখানে ভোট কারচুপির কোন সুযোগ নেই।  

তিনি বলেন, যেহেতু প্রথমবার ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য আমরা ২৬ নভেম্বর কেন্দ্রে ভোটারদের ভোটিং পদ্ধতি দেখিয়ে দিয়েছি। সেখানে প্রশাসনের উপস্থিতিতে সাধারণ ভোটাররা এসে কিভাবে ইভিএমে ভোট দিতে হয়, আমরা তা শিখিয়ে দিয়েছি।

এদিকে প্রথমবার ইভিএমে ভোট দেওয়া নিয়ে মিশ্র-প্রতিক্রিয়া জানান প্রার্থী ও ভোটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য প্রার্থী বলেন, প্রত্যন্ত অঞ্চলে সরকারের এমন একটি উদ্যোগ সাধুবাদযোগ্য। তবে ভোটাররা নিয়মানুযায়ী ভোট দিতে পারবে কিনা বা কোনো ধরনের কারচুপি হবে কিনা তা না নিয়ে অনেকটা শংকায় আছি।

কবির আহাম্মদ নামে এক ভোটার বলেন, ইভিএমে ভোট দেওয়া সম্পর্কে সাধারণ মানুষের কোন ধারণা নেই। তবে প্রথমবার ইভিএমে ভোট দেবো এ নিয়ে কিছুটা উৎফুল্ল।

আনোয়ার হোসেন নামে আরেক ভোটার বলেন, জীবনের প্রথমবারের ভোট ইভিএমের মাধ্যমে দিতে পেরে অনেক আনন্দ লাগছে।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসএইচডি/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।