ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘আর কখনো ভোট দিতে পারবো কিনা জানি না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
‘আর কখনো ভোট দিতে পারবো কিনা জানি না’ ছেলের কোলে চড়ে ভোট কেন্দ্রে বাবা

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছেলের কোলে চড়ে কেন্দ্রে এসে ভোট দিলেন শতবর্ষী নজির আলী।  

রোববার (২৮ নভেম্বর) বিকেলে বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজ নাগরিক অধিকার প্রয়োগ করেন তিনি।

নজির আলী মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের একজন ভোটার।  

নজির আলী বলেন, এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট। আর কখনো ভোট দিতে পারবো কিনা জানি না। তবে সুষ্ঠু পরিবেশেই এবার ভোট দিতে পেরেছি। সেজন্য প্রশাসনকে ধন্যবাদ।  

তিনি আরও বলেন, নাগরিক অধিকার প্রয়োগ করতে বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে কেন্দ্রে এসেছি। তবে বয়সের কারণে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই ইজিবাইক থেকে নেমে ছেলে নাজমুলের কোলে চড়ে ভোট দিয়েছি। ভোট দিতে পেরে ভালো লাগছে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।