ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালীগঞ্জের ১২ ইউপিতে আ.লীগ ৫, অন্যান্য ৭ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
কালীগঞ্জের ১২ ইউপিতে আ.লীগ ৫, অন্যান্য ৭  কালীগঞ্জের ১২ ইউপিতে আওয়ামী লীগ ৫, অন্যান্য ৭

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পাঁচজন, আওয়ামী লীগের বিদ্রোহী দু’জন, জাতীয় পার্টির (জাপা) একজন ও চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জাপা প্রার্থী সাফিয়া পারভীন (লাঙল), ২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম (বিএনপি, স্বতন্ত্র), ৩ নম্বর চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হক (নৌকা), ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গোবিন্দ মণ্ডল (নৌকা), ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ আবুল কাশেম (নৌকা), ৬ নম্বর নলতা ইউনিয়নে আজিজুর রহমান (বিএনপি, স্বতন্ত্র), ৭ নম্বর তারালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হোসেন ছোট (নৌকা), ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়নে নাজমুল হাসান নাঈম (আওয়ামী লীগের বিদ্রোহী), ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়নে আব্দুল হাকিম (স্বতন্ত্র), ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়নে গাজী শওকাত হোসেন (আওয়ামী লীগের বিদ্রোহী), ১১ নম্বর রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম আলীম আল রাজী (নৌকা) ও ১২ নম্বর মৌতলা ইউনিয়নে ফেরদাউস মোড়ল (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।