ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনকালীন ব্যস্ততায় তৈমুরের স্থলাভিষিক্ত রবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
নির্বাচনকালীন ব্যস্ততায় তৈমুরের স্থলাভিষিক্ত রবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনকালীন সময়ে দলের জেলার আহ্বায়কের দায়িত্ব কমেছে। তিনি আহ্বায়ক পদে বহাল থাকলেও তার স্থলে দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার মনিরুল ইসলাম রবি।

দলের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রবিকে এ দায়িত্ব দেওয়া হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবি দলের জেলার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

রবি জানান, আমি আজ চিঠি পেয়েছি। চিঠি ২৫ তারিখে ইস্যু করা হয়েছে। আমি দায়িত্ব পালন করবো পাশাপাশি তৈমুর আলম খন্দকারের নির্বাচনের সমন্বয়কের দায়িত্বও পালন করবো। এই আদেশ নির্বাচনে তাকে চিন্তামুক্তভাবে কাজ করতে সহায়তা করবে। আমাদের নির্বাচনের কমিটিতে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনসহ অনেকেই আছে। আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো।

তিনি জানান, একটি সাময়িক সময়ের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।