রাজশাহী: রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে তাদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর রাজশাহীর এ দুই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পবার সাত ইউপির মধ্যে হরিপুরের বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্য ইউপিগুলোর মধ্যে হুজুরীপাড়ায় গোলাম মোস্তফা, দামকুড়ায় রফিকুল ইসলাম, বড়গাছিতে শাহাদত হোসাইন সাগর, দর্শনপাড়ায় শাহাদত হোসেন সাব্বির, পারিলায় সাঈদ আলী মোরশেদ এবং হড়গ্রামে আবুল কালাম আজাদ নির্বাচিত হন।
এছাড়া মোহনপুরের ছয় ইউপির মধ্যে মৌগাছিতে আল-আমিন বিশ্বাস, ধুরোইলে দেলোয়ার হোসেন, রায়ঘাটিতে বাবুল হোসেন, ঘাষিগ্রামে আজহারুল ইসলাম, বাকশিমইলে আব্দুল মান্নান ও জাহানাবাদে হজরত আলী চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে তারা শপথ নিলেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এসএস/এনএসআর