ঢাকা: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আইন-শৃঙ্খলা বৈঠক বুধবার (১২ জানুয়ারি)। এদিন বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষাকারীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে বেলা ১১টায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সিইসি।
ইসির উপ-সচিব মো. শাহ আলম বৈঠকটি আয়োজনের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।
সিইসি তার একান্ত সচিবকে নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পৌঁছেছেন। সেখানকার সার্কিট হাউসে তিনি রাতে থাকবেন। বৈঠকে শেষে বুধবারই আবার তিনি ঢাকায় ফিরবেন।
আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নাসিক নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
মেয়র পদে ছয় প্রার্থী হলেন- খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস এবং বাংলদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী।
ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এবার হচ্ছে তৃতীয় নির্বাচন। প্রথমবার নয়টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে এবং এবার ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
প্রথমবার নির্দলীয় প্রতীকে ভোট হয় এ সিটিতে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চালুর পর এটি দ্বিতীয় নির্বাচন হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ইইউডি/আরআইএস