নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক মহলকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
নাসিক নির্বাচনে পুলিশের কার্যক্রমের কারণে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে তৈমূর আলম খন্দকার বলেন, ‘জনগণ ভীত না।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নেমে এ কথা বলেন তিনি।
তৈমূর আলম বলেন, ‘আমার দলের নেতাকর্মীরা তো নৌকায় ভোট দেবে না। সরকারি দলের নেতাকর্মীদের কমিটি ভেঙে দিচ্ছে। কারণ তারা নৌকার পক্ষে কাজ করছে না’।
তিনি আরও বলেন, ‘কাউকে ধমক ও গালি দিয়ে তো কাজ করানো যায় না। নারায়ণগঞ্জের জনগণের কাছে মেসেজটা ক্লিয়ার যে, তাদের মধ্যে বিরাট ফাটল। ঢাকা থেকে মেহমানরা এসেও এই ফাটল মেটাতে পারেনি। হাতি এখন জনগণের মার্কা। হাতির মাধ্যমেই পরিবর্তন আসবে’।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমআরপি/এএটি