ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে আসেননি শামীম ওসমান, ভোট দেবেন কখন?

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
ভোটকেন্দ্রে আসেননি শামীম ওসমান, ভোট দেবেন কখন?

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই আলোচনায় শামীম ওসমান। তিনি নৌকার পক্ষে না বিপক্ষে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল।

সবশেষ তিনি সংবাদ সম্মেলন করে জানান, তিনি নৌকার লোক, নৌকার পক্ষেই আছেন।

রোববার ভোট শুরু হয়েছে সকাল ৮টায়। দবে দুপুর দেড়টা পর্যন্ত শামীম ওসমানকে কেন্দ্রে আসতে দেখা যায়নি।  

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এবারের কোনো রকম কার্যক্রমে অংশগ্রহণ না করেও আলোচনায় ছিলেন শামীম ওসমান। বিষয়টি নিয়ে বিরক্ত ছিলেন শামীম ওসমান নিজেও। ১০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে তিনি জানান, কেন তাকে বার বার খবরের শিরোনাম করা হচ্ছে!

নির্বাচনে শামীম ওসমানের অবস্থান নিয়েও ধোঁয়াশা ছিল। সম্মেলনে শামীম ওসমান জানান, তিনি নৌকার জয় চান। আওয়ামী লীগের জয় চান। কে প্রার্থী সেটা তার জন্য কোনো বিষয় না। তিনি আরও বলেন, ‌‘১৬ তারিখ (জানুয়ারি) খেলা হবে। খেলায় আমরাই জিতবো। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।