ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নোয়াখালী পৌরসভায় আবারও নৌকার জয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
নোয়াখালী পৌরসভায় আবারও নৌকার জয়

নোয়াখালী: নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নৌকা প্রতীকের মো. সহিদ উল্যাহ খান সোহেল।

রোববার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অফিসার রবিউল আলম সহিদ উল্যাহ সোহেলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এ পৌরসভার মোট ৩৪টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফুল হায়দার লেনিন মোবাইল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৪৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী আবু নাছের নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. কাজী আনোয়ার হোসেন জগ প্রতীকে পেয়েছেন ২২৭ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. সহিদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৫০ ভোট। জাতীয় পার্টির মো সামছুল ইসলাম মজনু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৭৯ ভোট।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অফিসার রবিউল আলম রোববার রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল আটটায় শুরু থেকে বিরতিহীনভাবে বেলা ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ৪০১ জন, নারী ভোটার ৩৮ হাজার ৩২৫ জন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এসই/ইএস/এসএইচডি/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।