ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ইউপিতে বিজয়ীদের ফলাফল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ইউপিতে বিজয়ীদের ফলাফল

ব্রাহ্মণবাড়িয়া: ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।  

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস পাঠানো তথ্যে জানা যায়, ফলাফল অনুযায়ী নবীনগর উপজেলার সাতটি ইউনিয়ন নির্বাচনের চারটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- বিটঘর ইউপিতে মেহেদী জাফর (নৌকা), কাইতলা দক্ষিণ ইউপিতে মো. শওকত আলী (নৌকা), বড়াইল ইউপিতে মো. জাকির হোসেন (নৌকা) ও বিদ্যাকুট ইউপিতে জাকারুল হক (নৌকা)। নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা হলেন, কৃষ্ণনগর ইউপিতে মজাদ হোসেন (চশমা) ও শিবপুর ইউপিতে এম.আর মজিব (আনারস) এবং নাটঘর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান (মোটরসাইকেল)।

এদিকে কসবা উপজেলার সাতটি ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়া উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ীরা হলেন- মেহারী ইউপিতে মোশারফ হোসেন (টেবিলফ্যান), বাদৈর ইউপিতে শিপন আহম্মদ ভুইয়া (চশমা), গোপীনাথপুর ইউপিতে মো. মিজানুর রহমান (টেবিলফ্যান), বিনাউটি ইউপিতে বেদন খাঁন (ঘোড়া), কায়েমপুর ইউপিতে ইকতিয়ার আলম রনি (আনারস), বায়েক ইউপিতে মো. বিল্লাল হোসেন (অটোরিকশা) ও কসবা পশ্চিম ইউপিতে মো. মানিক মিয়া (অটোরিকশা)।  

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই উপজেলার ১৪ ইউপিতে ইভিএমএ শান্তিপূর্ণ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তবে ইভিএমএ ভোটগ্রহণ হওয়ায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের নানা বিড়ম্বনার শিকার হতে হয়। বিশেষ করে আঙ্গুলের ছাপ না আসা এবং নানা যান্ত্রিক ত্রুটির কারণে ভোটরদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে ভোট না দিয়েই বাড়ি ফিরে যান।  
 
প্রসঙ্গত, কসবা উপজেলার সাতটি ও নবীনগর উপজেলার সাতটি ইউনিয়ন মোট ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে সামনে রেখে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে প্রশাসন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।