ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত

ভোলা: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের আদেশে আগামী ৪ সপ্তাহের জন্য ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

 

এ সংক্রান্ত একটি আদেশ রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে।  

ভোটগ্রহণের তিনদিন আগে নির্বাচন স্থগিত হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালমোহনের বদরপুর ইউনিয়নে সীমানা জটিলতা এবং ভোটার সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে। তাই আদালত আগামী চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন।

জানা যায়, আগামী ১০ ফেব্রুয়ারি বদরপুর ইউনিয়নে ভোটগ্রহণের কথা ছিল। সেখানে সাতজন চেয়ারম্যান প্রার্থীসহ ৭১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।