ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঠাকুরগাঁওয়ে ২ ইউপিতে নৌকা ১, স্বতন্ত্র ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
ঠাকুরগাঁওয়ে ২ ইউপিতে নৌকা ১, স্বতন্ত্র ১

ঠাকুরগাঁও: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২টি ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামী লীগের প্রার্থী ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।  

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

 

ভোটগ্রহণ শেষে গণনায় উপজেলার বড়গাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ফয়জুর রহমান ৫ হাজার ৯১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ নুর আলম বাবু (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩২৬ ভোট।

অপরদিকে, সেনুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত মতিউর রহমান মতি (মোটর সাইকেল) ২ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নোবেল কুমার সিংহ (নৌকা) ভোট পেয়েছেন ১ হাজার ৯৫৮ ভোট।

সদর উপজেলার দু’টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মোট ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গতবছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ ইউনিয়নের মধ্যে ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় আওয়ামী লীগ মনোনীত ১৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫ জন নির্বাচিত হন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।