ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শপথ নিলেন নীলফামারীর ৩১ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
শপথ নিলেন নীলফামারীর ৩১ ইউপি চেয়ারম্যান

নীলফামারী: নীলফামারীর চারটি উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।  

এর মধ্যে ডোমারের ১০, ডিমলার সাত, কিশোরগঞ্জের নয় ও সৈয়দপুর উপজেলার পাঁচজন ইউপি চেয়ারম্যান রয়েছেন।

বুধবার (৯ ফেব্রয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।  

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক আব্দুর রহিম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।