ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দায়িত্বের প্রয়োজনে ক্ষমতার ব্যবহার করতে দ্বিধা করব না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ২৯, ২০২২
দায়িত্বের প্রয়োজনে ক্ষমতার ব্যবহার করতে দ্বিধা করব না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে যদি কোনো প্রার্থী পেশিশক্তি ব্যবহার করে বিজয়ী হওয়ার চেষ্টা করেন সেটা হবে চরম ভুল। আমরা প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেব।

আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। আমরা আনন্দমুখর নির্বাচন করতে প্রস্তুত আছি। আমরা যুদ্ধ চাই না। প্রতিযোগিতা চাই। কেউ নিয়ম ভঙ্গ করলে দায়িত্বের প্রয়োজনে ক্ষমতার ব্যবহার করতে দ্বিধা করব না।

রোববার (২৯ মে) জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।
 
এ সময় তিনি আরও বলেন, যদি কেউ নির্বাচনে কূটকৌশলের আশ্রয় নিয়ে বিজয়ী হন এবং তা যদি নির্বাচনের পরে তদন্ত করে বের করা যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়াসহ ফৌজদারী আইনে মামলা দায়ের করা হবে।  

এছাড়াও কোনো কারণে যদি কোনো কেন্দ্রে ইভিএম নষ্ট হয়, কেউ নষ্ট করে ফেলে সেক্ষেত্রে কোনো ভোটার যদি বিকেল ৪টার আগে কেন্দ্রে উপস্থিত হন তাদের জন্য রাত ১টায় হলেও ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করার সব প্রস্তুতি আছে আমাদের, সেক্ষেত্রে কেউ যদি সুন্দর পরিবেশকে নষ্ট করার পাঁয়তারা করেন সেক্ষেত্রে ওইসব ব্যক্তিরা নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের অনুরোধ করবো তারা যেন সৌহার্দ্য বজায় রেখে নির্বাচন শেষ করেন।  

এসময় স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশনের যুগ্ম কমিশনার ফারুক আহম্মদ খান, কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নাবী চৌধুরী, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।  

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।  

মতবিনিময় সভায় মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন- নৌকা প্রতীকের পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, হাতপাখা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম, হরিণ প্রতীকের প্রার্থী কামরুল আহসান বাবুল।  

এছাড়াও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন-১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, আবুল হোসেন ছোটন, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জমির উদ্দিন খান জম্পি, ২ নম্বর ওয়ার্ডের মাসুদুর রহমান মাসুদ, নাহিদা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডের সরকার মাহমুদ জাবেদ, কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ মোমেন, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল জলিল, ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী কাউছারা বেগম সুমি, সংরক্ষিত কাউন্সিলর নেহার বেগমসহ আরও কয়েকজন কাউন্সিলর প্রার্থী।

মতবিনিময় সভায় আরও জানানো হয় ১৬৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে ১৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। আগামী ১৫ জুন কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। ১৩ জুন মক ভোটিং অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।