ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপ-নির্বাচন: গাইবান্ধা-৫ আসনে মনোনয়ন পেলেন আ.লীগের হাসান 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
উপ-নির্বাচন: গাইবান্ধা-৫ আসনে মনোনয়ন পেলেন আ.লীগের হাসান  মাহমুদ হাসান

ঢাকা: গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান।

শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।

 মাহমুদ হাসান রিপন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি।

বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও ৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মনোনীত করা হয়।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এসকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।