ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৫ পৌর ও ৬৬ ইউপি নির্বাচন ২৯ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
৫ পৌর ও ৬৬ ইউপি নির্বাচন ২৯ ডিসেম্বর

ঢাকা: দেশের ৫টি পৌরসভা, ৬৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমববার (৭ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাঙ্গীর আলম এ তফসিল ঘোষণা করেন।



তিনি বলেন, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।

ইসি সচিব বলেন, পাঁচ পৌরসভাগুলো-রাজশাহীরবাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।

এগুলোর সঙ্গে একই তফসিলে দেশের ৪৮টি ইউপির সাধারণ এবং ১৮টি ইউপিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন পদে। সব নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
ইইউডি/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।