ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

৮১ ইউপি ও ৫ পৌরসভায় ভোট চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
৮১ ইউপি ও ৫ পৌরসভায় ভোট চলছে ফাইল ফটো

ঢাকা: দেশের ৮১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।  বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে বিরতিহীন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 
  
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন, ৮১টি ইউপির মধ্যে ৪৭টিতে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।  

সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

পাঁচটি পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ইইউডি/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।