ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

গাসিক নির্বাচন

৪৩০ কেন্দ্রের ফল: আজমত ২০২০২৫, জায়েদা ২১৮২৭৩

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মে ২৬, ২০২৩
৪৩০ কেন্দ্রের ফল: আজমত ২০২০২৫, জায়েদা ২১৮২৭৩

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৪২০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কেন্দ্রগুলোয় নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন ২ লাখ ২ হাজার ২৫ ভোট।

তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ‘টেবিল ঘড়ি’ মার্কার স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৭৩ ভোট।

অন্যান্য প্রার্থীদের ফলাফল হিসেবে জানা গেছে- আতিকুল ইসলাম (মাছ মার্কা) পেয়েছেন ১৫৪১৬ ভোট; এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল) ১৪৭১৩; গাজী আতাউর রহমান (হাতপাখা) ৩৯৭৩৭; মো. রাজু আহমেদ (গোলাপ ফুল) ৬৫৫৩; মো. হারুন-অর-রশিদ (ঘোড়া) ২২৩৩ এবং সরকার শাহনূর ইসলাম (হাতি) পেয়েছেন ২১৮৮৮ ভোট।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় গাসিক নির্বাচনের ফলাফল ঘোষণা করতে শুরু করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম। ধারাবাহিকভাবে ৪৮০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন তিনি।

নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন,মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন এবং হিজড়া ভোটার ১৮ জন।

এ নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্র ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।