ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

স্থানীয় সরকার নির্বাচন

আ'লীগের মনোনয়ন বোর্ডে আরো ৭ নেতা

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আ'লীগের মনোনয়ন বোর্ডে আরো ৭ নেতা

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভাগুলোতে প্রার্থী বাছাইয়ে বড় করা হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। দলটির সংসদীয় বোর্ডের সদস্যদের সঙ্গে আরো সাত কেন্দ্রীয় নেতা যোগ হচ্ছেন প্রার্থী বাছাইয়ের এ বোর্ডে।



পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দলটি। পাশাপাশি কাউন্সিলর পদেও একক প্রার্থী দেবে দলটি।

প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সংসদীয় বোর্ডের সদস্যদের পাশাপাশি স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডে জায়গা করে নেওয়া আওয়ামী লীগের সাত কেন্দ্রীয় নেতা হলেন, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, তিন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কর্নেল ফারুক খান।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং জাহাঙ্গীর কবির নানক বাংলানিউজকে মনোনয়ন সভায় সাত নেতার যোগ হওয়া বিষয়টি নিশ্চিত করেন।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের ১১ সদস্যের সঙ্গে এই সাত সদস্য যুক্ত হওয়ায় মনোনয়ন বোর্ডের নতুন সদস্য সংখ্যা হবে ১৮।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও সংসদীয় বোর্ডের অন্য সদস্যরা হলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আলাউদ্দিন, সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। সভায় প্রার্থী বাছাইয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভা থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে।

এদিকে মনোনয়ন বোর্ডের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা পৌরসভা নির্বাচনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে একক প্রার্থী নিশ্চিত করার বিষয়ে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে যোগাযোগ করা হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের সঙ্গে। বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে।

তৃণমূল আওয়ামী লীগ নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে নাম পাঠানোর তাগিদ দেওয়া হচ্ছে। প্রার্থী চূড়ান্ত করতে না পারলে সম্ভাব্য প্রার্থীদের তালিকা পাঠাতে বলা হয়েছে।

** আওয়ামী লীগের পৌর নির্বাচন বোর্ডের সভা সোমবার

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এমইউএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।