ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

৫ পৌরসভায় একক প্রার্থী দিল ময়মনসিংহ আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
৫ পৌরসভায় একক প্রার্থী দিল ময়মনসিংহ আ’লীগ

ময়মনসিংহ: ময়মনসিংহের নয়টি পৌরসভার মধ্যে পাঁচটিতে একক প্রার্থী বাছাই করেছে জেলা আওয়ামী লীগ। উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে ওই ৫ পৌরসভায় একক প্রার্থী বাছাই করা হয়েছে।



সোমবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু বিষয়টি জানান।

তিনি জানান, রোববার (২৯ নভেম্বর) জেলা আওয়ামী লীগের জরুরি সভায় ফুলপুর, নান্দাইল, গৌরীপুর, ফুলবাড়িয়া ও গফরগাঁও পৌরসভায় একক প্রার্থী বাছাই করা হয়েছে। তবে কৌশলগত কারণে তিনি এসব প্রার্থীর নাম বলতে রাজি হননি।

বাবু জানান, ত্রিশাল, ভালুকা, ঈশ্বরগঞ্জ ও মুক্তাগাছা পৌরসভায় একাধিক প্রার্থী রয়েছেন। আলাপ-আলোচনার ভিত্তিতে এসব পৌরসভাতেও একক প্রার্থী বাছাই করে সোমবার সন্ধ্যার মধ্যে কেন্দ্রে জমা দেওয়া হবে।

তবে দলীয় একটি সূত্র জানায়, গফরগাঁও পৌরসভা নির্বাচনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম ইকবাল হোসেন সুমন, গৌরীপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র রফিকুল ইসলাম ও ফুলপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে শশধরের নাম চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এএমকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।